প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নারী ক্রিকেটারদের বিশাল সুখবর দিল বিসিবি

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ণ
নারী ক্রিকেটারদের বিশাল সুখবর দিল বিসিবি

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশকে বেশ সাফল্য এনে দিচ্ছেন নারী ক্রিকেটাররা। এবার তারই পুরস্কার পেলেন নারী ক্রিকেটাররা। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ ক্রিকেটারকে জাতীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে কেন্দ্রেীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতনও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পাশাপাশি এখন থেকে পুরুষ দলের মতো ম্যাচ জয়ের বোনাসের কথাও জানিয়েছেন।

একইসঙ্গে সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের প্রত্যেক সদস্য, কোচিং স্টাফসহ প্রত্যেক সদস্যকে ৩ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Manual6 Ad Code

২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারের সংখ্যা ১৮ জন। শনিবার বোর্ড সভায় এদের বাইরে আরও ত্রিশজনকে চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার খবর জানান বিসিবি প্রধান।

নারী ক্রিকেটারদের চুক্তি নিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘আমাদের মেয়েদের কেন্দ্রীয় চুক্তি একটা আছে আপনারা জানেন। এর সঙ্গে আরও ত্রিশ জন ক্রিকেটারকে, ছেলেদের যেমন জাতীয় লিগ যারা খেলে তাদের চুক্তি আছে, তেমনই ত্রিশজন মেয়ের জন্য একটা চুক্তি আনব আমরা।’

বিষয়টি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন পারিশ্রমিকের অঙ্ক, চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা ও জয়ের বোনাসের পরিমাণও জানায় বিসিবি।

Manual2 Ad Code

সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা মাসিক পারিশ্রমিকের ‘এ’ গ্রেডে আছেন ৪ জন। এছাড়া ১ লাখ টাকার ‘বি’ গ্রেডে ৬ জন, ৭০ হাজার টাকার ‘সি’ গ্রেডে ৪ জন ও ৬০ হাজার টাকা পারিশ্রমিকের ‘ডি’ গ্রেডে আছেন ৪ জন। ‘এ’ ও ‘বি’ গ্রেডে ২০ হাজার এবং ‘সি’ ও ডি গ্রেডে বাড়ানো হয়েছে ১০ হাজার টাকা করে।

কেন্দ্রীয় চুক্তিভুক্ত ১৮ ক্রিকেটার

এ গ্রেড: নিগার সুলতানা, ফারজানা হক, রিতু মনি, নাহিদা আক্তার

বি গ্রেড: ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া

সি গ্রেড: সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, স্বর্ণা আক্তার

Manual1 Ad Code

ডি গ্রেড: দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার, সাথি রানি

Manual7 Ad Code

জাতীয় চুক্তিভুক্ত ত্রিশ ক্রিকেটার: সালমা খাতুন, রুমানা আহমেদ, ইশমা তানজিম, ফারিহা ইসলাম, সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা, রুবাইয়া হায়দার, ফারজানা আক্তার, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, নিশিতা আক্তার, শম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, সাবিকুন নাহার, সানজিদা আক্তার, ফাতেমা জাহান, রেয়া আক্ত্র, মিষ্টি রানি, জান্নাতুল ফেরদৌস, আয়েশা আক্তার, ফুয়ারা বেগম, মোসাম্মত ঈভা, সুমাইয়া আক্তার, জান্নাতুল মাওয়া, দিপা খাতুন, আফিয়া আসিমা, উন্নতি আক্তার, তাজ নেহার, শরিফা খাতুন।

এছাড়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতলে ১ লাখ টাকা, ৪ থেকে ৬ নম্বরে মধ্যে থাকা দলের বিপক্ষে জিতলে ৭৫ হাজার টাকা ও ৭ থেকে ৯ নম্বরে থাকা দলের বিপক্ষে জিতলে ৫০ হাজার টাকা করে বোনাস পাবেন প্রত্যেক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে এই অঙ্ক যথাক্রমে ৫০ হাজার, ৩৫ হাজার ও ৩০ হাজার। এর সঙ্গে সিরিজ জিতলেও একই পরিমাণ টাকা বোনাস পাবেন তারা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code