প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন-রিশাদ

editor
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ
সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন-রিশাদ

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
এ বছর ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়ানডেতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও বাকি দুই ফরম্যাটে সফল টাইগাররা। বিশেষ করে টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা। তারই প্রভাব পড়েছে এবার র‍্যাংকিংয়ে।

Manual8 Ad Code

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন একাধিক বাংলাদেশি বোলার। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন শেখ মেহেদি হাসান। ১৩ ধাপ এগিয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বর অবস্থানে উঠে এসেছেন এই ডানহাতি অফ স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন মেহেদি। দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২ উইকেট পেয়েছেন। শেষ ম্যাচেও পেয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট পেয়েছিলেন এই স্পিনার।

Manual7 Ad Code

এই সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি পেসাররাও। বিশেষ করে তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারও ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন। ৭ ধাপ এগিয়ে ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি পেসার।

Manual4 Ad Code

মেহেদি-তাসকিন ছাড়াও সেরা বিশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরো এক বোলার। ২১ ধাপ এগিয়ে ১৭ নম্বর স্থানে উঠে এসেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের এটিই ক্যারিয়ার সেরা অবস্থান। ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code