প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুখবর, সৌদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ণ
সুখবর, সৌদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা

Manual3 Ad Code

প্রবাস ডেস্ক:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না। অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজেকলমে মালিক হতে পারেন না প্রবাসীরা। সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সেই ব্যক্তিকে।

Manual1 Ad Code

তবে বিপত্তিটি ঘটছিল অন্য জায়গায়। সৌদির এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিঃস্ব হয়েছেন এমন ঘটনা নিতান্তই কম নয়।

Manual8 Ad Code

সৌদিতে এই আইন প্রবাসীদের ব্যবসার ক্ষেত্রে বড় বাঁধা হিসেবেই দেখা হত। ব্যবসা দখল হয়ে গেলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। বাংলাদেশী অনেক প্রবাসীকেও এভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এবার এই নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি সরকার।

Manual8 Ad Code

আরব নিউজের খবরে বলা হয়েছে, এখন থেকে সৌদিতে আইনি সুবিধা পাবেন প্রবাসীরা। নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধার সম্ভাবনা মেলে ধরা হয়েছে। দেশটি জানায়, এখন থেকে প্রবাসীরা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।

Manual4 Ad Code

সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে বেশকিছু পরিবর্তন আনে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন। এরমধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’।

পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন এই সৌদি প্রিন্স। ফলে এই মুহূর্তে দেশটি চাইছে যেনো সেদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code