প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিজিবির অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেটসহ কোটি টাকার মালামাল জব্দ

editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ
বিজিবির অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেটসহ কোটি টাকার মালামাল জব্দ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ ও সিলেট ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে সিলেটের সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য, পশু, মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৬০০ কেজি আপেল, ১,৭৫০ কেজি চিনি, ২৩ বোতল মদ, ১৭০০ কেজি বাংলাদেশী রসুন, ১০০ কেজি সুপারি, ১ টি টাটা ট্রাক এবং ০১ টি সিএনজি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ ৫৭ হাজর টাকা।

এদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক ৫ অভিযানে ৫১ লাখ ২০ হাজার ১০০ টাকার ভারতীয় চোরাই পণ্য, যৌন উত্তেজক ট্যাবলেট, গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের কয়েকটি টিম ১১ থেকে ১৩ অক্টোবর- এই তিন দিনে অভিযানগুলো পরিচালনা করে।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানে হয়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাউর বাগ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষের সিজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।

এছাড়া রাত দুইটার দিকে লোভাছড়া বিওপির একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী হাপারমুখ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চিনি আটক করে। যার সিজার মূল্য ১লাখ ১২ হাজার ৫০০টাকা।

এর আগে ১১ অক্টোবর জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক পৃথক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ত্রিপ্রাখোলা ও গরুরহাট নামক স্থান ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী মালীগ্রাম নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৭ টি ভারতীয় গরু এবং ৫ লাখ ৩১ হাজার ৪৪০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করে। আটক করে। আটককৃত ভারতীয় গরুর সিজার মূল্য ৮ লাখ ৯০ হাজর টাকা ও আটক ট্যাবলেটের সিজার মূল্য ১৬ লাখ ৪২ হাজার ৬০০ টাকা।

Manual7 Ad Code

এছাড়া গত ১১ ও ১২ অক্টোবর জৈন্তাপুর এবং বিয়াবাইল বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর এবং জকিগঞ্জ উপজেলার সীমান্তের শূন্য লাইন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯০০ কেজি ভারতীয় চিনি এবং ১ টি ট্রলি গাড়ী আটক করে। যার সিজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা।

আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code