প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে ব্র্যাক মাইগ্রেশন’র উদ্যোগে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা

editor
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ব্র্যাক মাইগ্রেশন’র উদ্যোগে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা

Manual3 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

বিয়ানীবাজারে ব্র্যাক মাইগ্রেশন’র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিদেশ ফেরত বেশ কয়েকজন সুবিধাভোগী উপস্থিত ছিলেন। তারা ব্র্যাক মাইগ্রেশন’র বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে বলেন, প্রবাস থেকে শূণ্য হাতে ফেরার পর এই প্রতিষ্টান যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তা নতুন জীবন দেয়ার শামিল। ব্যার্থদের পাশে কেউ না থাকলেও এই প্রতিষ্টান আমাদের দাঁড়াতে সাহায্য করছে।

Manual8 Ad Code

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না। তিনি বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনৈতিক ভিত্তি গড়তে কাজ করছেন। তাদের সকল সফলতা-ব্যর্থতায় আমাদের প্রত্যেকের এগিয়ে যাওয়া উচিত। তিনি আরোও বলেন, দক্ষ হয়ে বিদেশ যেতে পারলে কেউ তার অগ্রযাত্রা রুখতে পারবেনা। সূতরাং দক্ষতা অর্জন করে সচেতনতার সাথে প্রবাসীদের জীবনের অভিষ্ট লক্ষে পৌঁছাতে হবে।

Manual7 Ad Code

ব্র্যাকের এরিয়া ম্যানজার (প্রগতি) গৌরাঙ্গ চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মো: আতিক।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সবেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার নিপেন্দ্র নাথ দাস, সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

কর্মশালার শেষে ইতালি ফেরত শাহিনুজ্জামান ও ফ্রান্স ফেরত মুছলেহ উদ্দিনকে ৯০ হাজার টাকার পৃথক চেক প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন সুরক্ষা প্রকল্প।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code