প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ণ
ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
লা লিগায় গত শুক্রবার ভালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করায় লাল কার্ড দেখতে হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে। সেই সঙ্গে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভিনির ওপর। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। তাদের আশা, নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ভিনি।

কোপা দেল রের ম্যাচে সোমবার চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। সেখানেও দলের সঙ্গে যাবেন ভিনি। এমনটাই নিশ্চিত করেছে দলটির কোচ কার্লো আনচেলত্তি। কেননা, তিনি বিশ্বাস করেন এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে ভিনির ওপর থেকে।

Manual4 Ad Code

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ভিনি বলেন, ‘এটা লাল কার্ডের (ফাউল) ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হব না।’

Manual6 Ad Code

প্রায়শই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হতে হয় ভিনিকে। তা যে ভিনিকে মানসিকভাবে বেশ চাপে ফেলে সেটাও জানিয়েছেন আনচেলত্তি। যা নিয়ে রিয়াল কোচ বলেন, ‘তার অবস্থানে থাকাটা খুব কঠিন। অপমানসহ আর যে সবের মধ্য দিয়ে সে যায়, তা সামলানো সহজ নয়। এটা সহজ কিছু নয়, সে উন্নতি করার চেষ্টা করছে। সে বিপর্যস্ত এবং ক্ষমা চেয়েছে। আমাদের সামনে তাকানো উচিত।’

Manual3 Ad Code

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code