প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিপিএলের মাঝপথে রাজশাহীর অধিনায়ক পরিবর্তন

editor
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
বিপিএলের মাঝপথে রাজশাহীর অধিনায়ক পরিবর্তন

Manual8 Ad Code

 

ক্রীড়া প্রতিবেদক:

টুর্নামেন্টের মাঝপথে এসে নেতৃত্বে পরিবর্তন আনলো দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয় নেতৃত্ব ছেড়েছেন। রাজশাহীর নতুন অধিনায়ক হয়েছেন তাসকিন আহমেদ। আজ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

 

Manual3 Ad Code

মূলত ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে বা চাপমুক্ত থেকে ব্যাটিং করতে বিজয়কে নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজশাহী তাদের বিবৃতিতে বলেছে, ‘ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

 

Manual2 Ad Code

আসরে এখনও পর্যন্ত দলের অন্যতম সেরা পারফর্মার বিজয়। তার প্রশংসা করে রাজশাহী বলেছে, ‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।’

Manual1 Ad Code

 

‘ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।’-যোগ করা হয় বিবৃতিতে।

Manual3 Ad Code

নতুন অধিনায়ক তাসকিনকে নিয়ে রাজশাহী বলেছে, ‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code