প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চোটে ভুগছেন সাকিব, বিপিএলে খেলা হবে তো?

editor
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ণ
চোটে ভুগছেন সাকিব, বিপিএলে খেলা হবে তো?

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিপিএল শেষেই চ্যাম্পিয়নস ট্রফির মিশনে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই দলের অংশ হবেন তানজিম হাসান সাকিব। তবে তার আগে চলমান বিপিএলে চোটে পড়েছেন তিনি। যার ফলে ভক্ত মনে প্রশ্ন চোট সারিয়ে বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে তো সাকিবের?

চলমান বিপিএলে সবশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একাদশে ছিলেন না এই তারকা পেসার। পরে খোঁজ নিয়ে জানা গেছে ঘাড়ে চোট পেয়েছেন তিনি।

Manual3 Ad Code

ঢাকার বিপক্ষে সিলেটের রোমাঞ্চকর ৬ রানের হারের ম্যাচে দলে ছিলেন না সিলেটের অন্যতম সেরা পেসার তানজিম সাকিব। তার না থাকার কারণ হিসেবে জানানো হয়েছে, ঘাড়ের চোটে ভুগছেন তিনি। ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করায় খেলানো হয়নি তাকে। ম্যাচে তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন আরেক পেসার সুমন খান।

ম্যাচ খেলার মতো ফিট হতে ঠিক কত সময় লাগবে সেটাও জানা গেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে তানজিম সাকিবের। আর সেটি হলে এবারের বিপিএলে আর দেখা নাও যেতে পারে সাকিবের। কেননা, তার দলের প্লেঅফে যাওয়ার সম্ভাবনাও খুবই কম।

Manual6 Ad Code

চলতি বিপিএলে সিলেটের এখনো বাকি রয়েছে গ্রুপ পর্বের ৪ ম্যাচ। পরবর্তী ম্যাচগুলো তারা খেলবে যথাক্রমে ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি। যেখানে তানজিমের খেলার সম্ভাবনা বেশ কমই বলা চলে। তবে জানা গেছে, এরপর তিনি মাঠে ফিরতে পারবেন। অর্থাৎ আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে কোনো শঙ্কা আপাতত নেই সাকিবের।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code