প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যে কারণে বাবার নিলেন মেয়ের প্রাণ

editor
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ০১:০৩ অপরাহ্ণ
যে কারণে বাবার নিলেন মেয়ের প্রাণ

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে বাবার দায়ের কোপে কিশোরী মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত কিশোরীর নাম রানু বেগম (১৫)। সে ঘনশ্যামপুর গ্রামের মঈন উদ্দিনের (৪২) মেয়ে।

Manual2 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রানু প্রায় সময়ই মোবাইল ফোনে বিভিন্ন ছেলের সাথে কথা বলতো। বিষয়টি তার পিতা মঈন উদ্দিন পছন্দ করতেন না। মেয়েকে বারবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বুধবার দুপুরে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

Manual7 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতাকে আটক করেছে।

Manual2 Ad Code

নিহত রানু বেগমের মা শাহেদা বেগম জানান, মোবাইলে ছেলেদের সাথে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছে আমার স্বামী। আমি মেয়ে হত্যার বিচার চাই।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক মঈন উদ্দিন থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code