প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ণ
সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

Manual3 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সৌরভ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় এক পথচারীসহ ৩ জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

নিহত সৌরভ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শিপন মিয়া ছেলে। বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের হাড়িয়া নাম স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৩ যুবক মোটরসাইকেল যোগে মাধবপুর বাজারে দিকে যাচ্ছিল। উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া নাম স্থানে পৌঁছালে এক পথচারী সড়ক পারাপারের সময় মোটরসাইকেল আরোহী ওই পথচারীকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ৩ জন খাদে পড়ে যায়।

Manual3 Ad Code

পরে স্থানীয়রা ঘটনাস্থলে থেকে ৩ মোটরসাইকেল আরোহী ও পথচারী কে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী সৌরভ মিয়াকে মৃত বলে ঘোষণা করে। অপর দুই মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অপরদিকে গুরুতর আহত পথচারী আমির হোসেন কিরনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code