প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চিটাগাংয়ের উপস্থাপক ইয়াশাকে নিয়ে আসলে কী ঘটেছিল?

editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
চিটাগাংয়ের উপস্থাপক ইয়াশাকে নিয়ে আসলে কী ঘটেছিল?

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:

সম্প্রতি বাংলাদেশে বেড়াতে আসা একজন ভারতীয় পর্যটককে হয়রানি করা হয়েছে দাবিতে এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে উঠে এসেছে নেপথ্য কাহিনী।

 

Manual3 Ad Code

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য নেই বরং বিপিএলে চিটাগং কিংসের হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগরের সাথে তার একজন ভক্তের ছবি তোলার সময় ধারণকৃত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

 

Manual8 Ad Code

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কাউকে হেনস্তা সংক্রান্ত কোনো দৃশ্য দেখা যায়নি।

 

প্রসঙ্গত, চলমান বিপিএল শুরুর আগেই চিটাগাং কিংস জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া, তার ইনস্টাগ্রাম পোস্ট এবং গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে দেখা যায় যে তিনি বাংলাদেশে তার সময় এবং কাজ উপভোগ করছেন। বাংলাদেশের আতিথেয়তার প্রশংসাও করতে দেখা যায়। অর্থাৎ, আলোচিত ভিডিওর নারী বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটক নন এবং তিনি হয়রানিরও স্বীকার হননি।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code