প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডাকাতেরা নিলো ব্যবসায়ীর প্রাণ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ণ
ডাকাতেরা নিলো ব্যবসায়ীর প্রাণ

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গভীর রাতে ডাকাতদলের হামলায় খুন হলেন মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী। সোমবার (৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাফি স মিল এলাকায়।

Manual4 Ad Code

নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডের গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর মালিক। তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আঃ রহিম মাষ্টারের ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মিয়া দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাবার পথে দেউন্দি ক্রস রোডে গিয়ে শুনেন রাফি স মিলের কাছে ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করছে। এসময় তারা এগিয়ে গেলে ডাকাতদল তাদেরও আটক করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।

ঘটনার সময় মহসিন মিয়া পালিয়ে যেতে চাইলে ডাকাতদল তাকে ধাওয়া করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়। এদিকে মহসিন মিয়াকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি মাঠের কাছে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সাড়াষি অভিযান পরিচালনা করছে। এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code