প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ছাদ থেকে পড়ে প্রাণ গেল সাব রেজিস্ট্রার অফিসের নাইট গার্ডের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ণ
হবিগঞ্জে ছাদ থেকে পড়ে প্রাণ গেল সাব রেজিস্ট্রার অফিসের নাইট গার্ডের

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় সাব রেজিস্ট্রার অফিসের ছাদ থেকে পড়ে সবুর আলী (৩৫) নামে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। মৃত সবুর আলী সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের মৃত সাজেক আলীর পুত্র।

Manual1 Ad Code

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) ভোরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে মৃত্যু হয় তার।

জানা যায়, সবুর আলী প্রতিদিনের ন্যায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত সাব রেজিস্ট্রার অফিসে নাইট গার্ডের দায়িত্ব পালন করছিলেন।

Manual8 Ad Code

এক পর্যায়ে ৩য় তলার একটি বিল্ডিং থেকে অসাবধানতাবশত পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা গুরুতর হওয়া ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code