প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নতুন বউকে নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ণ
নতুন বউকে নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বেলা ১১টার দিকে ওই সীমান্তের ২৮১/৪৯ নম্বর পিলারের কাছ থেকে তাঁদের দুজনকে আটক করা হয়। তাঁদের থানায় সোপর্দের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফ আহাম্মেদ (২৮) ও তাঁর স্ত্রী লাভলী খাতুন (২০)। তাঁরা দিনাজপুরের বিরল উপজেলা সদরের বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে।

Manual5 Ad Code

বিজিবির কয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যরা কয়া সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। বেলা ১১টার দিকে সীমান্তের ২৮১/৪৯ নম্বর পিলারের অদূরে দুজন নারী-পুরুষকে দেখতে পেয়ে আটক করা হয়। আটক দুজন নিজের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। জানান, তাঁদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলা সদরে। তাঁরা আট মাস আগে বিয়ে করেছেন।

Manual2 Ad Code

শরীফ আহাম্মেদের মামার বাড়ি ভারতে। মামাকে তাঁর নতুন বউ দেখাতে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। দালালের কথামতো তাঁরা ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে তাঁরা বিজিবির কাছে স্বীকার করেছেন।

বিজিবির কয়া বিওপির কোম্পানি কমান্ডার নাঈমুল ইসলাম বিকেল সাড়ে চারটায় মুঠোফোনে বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় আটক ওই দম্পতিকে পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শরীফ আহাম্মেদের মামার বাড়ি ভারতে। তিনি তাঁর নতুন বউকে নিয়ে দালালের মাধ্যমে কয়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন।

Manual1 Ad Code

রাতে পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার রায় বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ আটক স্বামী-স্ত্রীকে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির কয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. নাঈমুল ইসলাম বাদী হয়ে থানায় তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code