প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রেলক্রসিংয়ে আটকে পড়া বরের গাড়িতে ট্রেনের ধাক্কা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
রেলক্রসিংয়ে আটকে পড়া বরের গাড়িতে ট্রেনের ধাক্কা

Manual8 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
বিয়ের জন্য সাজানো গাড়িটি যাচ্ছিল বরের বাড়ির উদ্দেশ্যে। পথে রেলক্রসিংয়ে আটকে পড়া গাড়িটিতে ট্রেনের ধাক্কা লেগে। ট্রেনের ধাক্কায় গাড়িটি ছিটকে পড়ে পাশের ধানি জমিতে। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চালক।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রেলস্টেশন রেলক্রসিংয়ে।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের জন্য গাড়িটি সাজানোর পর বরকে আনতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক। উপজেলার রেলস্টেশন রেলক্রসিংয়ে আসা মাত্রই টয়োটা এলিয়ন কারটি বন্ধ হয়ে যায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামি পাহাড়িকা ট্রেন কারকে ধাক্কা দিলে রাস্তা থেকে প্রায় ৫০ ফুট দূরে পাশের ধানি জমিতে গিয়ে পরে। এ ঘটনায় আহত হয়েছেন কারের চালক।

Manual5 Ad Code

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
তবে তাৎক্ষণিক আহত চালকের নাম পরিচয় জানা যায় নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি টিম।

Manual7 Ad Code

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রাসেদুল হক জানান, আহত চালক বুকে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code