প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শান্তদের উদ্দেশে মাশরাফির ‘বিশেষ’ পরামর্শ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ণ
শান্তদের উদ্দেশে মাশরাফির ‘বিশেষ’ পরামর্শ

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :
ভারতের বিপক্ষে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে নাজমুল হোসেন শান্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টাইগারদের তিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে লড়ার পরামর্শ দিয়েছেন।

বুধবার মাশরাফি তার ভেরিফায়েড ফেসবুকে শান্তদের অফিসিয়াল ফটোশেসনের একটি ছবি পোস্ট করে দলকে শুভকামনা জানিয়েছেন। সাবেক অধিনায়ক দিয়েছেন সাহসী হওয়ার বিশেষ পরামর্শ। আধাঘণ্টার মধ্যে পোস্টটিতে ১৭ হাজার লাইক ও প্রায় দুইশটি শেয়ার হয়েছে।

Manual3 Ad Code

মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’

Manual6 Ad Code

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বে আছেন শান্ত, তার ডেপুটির দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আট জাতির টুর্নামেন্টে ১৫ জনের স্কোয়াডে আছেন চার পেসার। অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন দুই তরুণ তারকা তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

Manual4 Ad Code

ওপেনিংয়ে তানজিদ তামিম, সৌম্য সরকার এবং পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে অধিনায়ক শান্তর পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তরুণ জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়রা আছেন। স্পিন অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন রিশাদ হোসেন এবং স্পিনার নাসুম আহমেদ।

Manual1 Ad Code

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা ওঠার পর পর দিন বাংলাদেশ শুরু করবে তাদের মিশন। দুবাইয়ে ভারতের মোকাবেলার করার পর পাকিস্তানে উড়ে যাবে শান্তরা। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code