প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে বড় ভাইকে খুন করে পালালো ছোট ভাই : স্ত্রীর মামলা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ণ
সিলেটে বড় ভাইকে খুন করে পালালো ছোট ভাই : স্ত্রীর মামলা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই মামলা দায়ের করা হয়েছে। এতে আসামী করা হয়েছে নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে। তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত মো. খসরু মিয়া (৩০) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে।

Manual3 Ad Code

জানা যায়, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই মো. কালাম ও বড় ভাই খসরু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় মো. কালাম খসরু মিয়াকে আঘাত করলে তিনি মাথায় মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে তিনি মারা যান।

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তারা যৌথ পরিবারে বসবাস করে। ছোট ভাই ঢাকায় চাকুরী করে, বাড়িতে এসে ঘর তুলতে গিয়ে জায়গা জমি ভাগ-বাটোয়ারা করার ব্যাপারে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটি ঘটেছে।

Manual4 Ad Code

তিনি বলেন, নিহত খসরু মিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে নিহতের ছোট ভাই মো. কালাম ও তার স্ত্রীকে।
তিনি বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code