প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশের ‘ব্যর্থতা চিহ্নিত’ করতে চান মৌলভীবাজারের এসপি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
পুলিশের ‘ব্যর্থতা চিহ্নিত’ করতে চান মৌলভীবাজারের এসপি

Manual6 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
নিজেদের (পুলিশের) ‘ব্যর্থতা চিহ্নিত’ করতে খোলামেলা কথা বলেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এসপি অফিস কনফারেন্স রুমে রমজান উপলক্ষে পুলিশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি নিজের জবাবদিহিতার কথা উল্লেখ করেন।

এসময় এসপি বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে আমরা কেন পুলিশ? আমরা জনগণের টাকায় চলি, আমাদের জবাবদিহিতা কই? আমাদের ব্যর্থতা কোথায়? আমরা না পারলে কি করা যাবে? পুলিশ সুপার হিসেবে আমি আপনাদের কাছে দায়বদ্ধ। আমি আপনাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য।
সভায় তিনি পুলিশের জবাবদিহিতা, দায়িত্ব, কর্তব্য, করণীয় পদক্ষেপসহ বিভিন্ন প্রশ্নের সাবলীল উত্তর দেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এস এম উমেদ আলী, তমাল ফেরদৌস, নজরুল ইসলাম মুহিব, আহমেদ ফারুক মিল্লাত, এম ইদ্রিস আলী, আব্দুর রব, শাহজাহান মিয়া, আবদাল মাহবুব কোরেশী, মু ইমাদ উদ দীন, সাইফুল ইসলাম, এ জে লাভলু, আব্দুল কাইয়ূম, মাহফুজ শাকিল, আউয়াল কালাম বেগ, সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল সড়কে ডায়াগনস্টিক সেন্টার, শহরে যানজট, রাস্তাঘাটে ফুসকা, ফলমুল বিক্রি, প্রেসক্লাব মোড়ে বিভিন্ন ফুসকা ও ফাস্টফুডের দোকানে অসামাজিক কার্যকলাপ, খাসিয়া কর্তৃক বনভূমি ও চা বাগানের ভূমি দখল, মাদক, চাঁদনীঘাট ব্রিজের পাশে নদীর নতুন চরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন বিষয়াদি সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমান হোসেন, মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) অনিল বিকাশ চাকমা প্রমুখ।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code