প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ণ
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে, সিলেটে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ চারজন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জিয়া উদ্দিন (৬০), দুলাল দে (৫৯), মোবারক (৪২) ও আবু সাঈদ (১৯)। র‌্যাব-৯ এর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল ২১ মার্চ বিয়ানীবাজা পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ ফয়েজ মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৯ বোতল বিদেশি মদসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

এদিকে, মহানগরের চৌকিদেখি এলাকা থেকে আবুল কাশেম আসাদ নামে মহানগর আওয়ামী যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দুপরে এয়ারপোর্ট থানার চৌকিদেখির রূপসা আবাসিক এলাকার নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। আসাদ মহানগরের ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য। গ্রেফতার আবুল কাশেম আসাদ এয়ারপোর্ট থানার চৌকিদেখি রূপসা এলাকার মৃত আব্দুল হামিদির ছেলে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি সি আর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জকিগঞ্জে পুলিশের অভিযানে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন মামলার ৮জন আসামি গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ সদর ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন (৪৮)। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলা রয়েছে। তাছাড়াও অন্য আসামিরা হলেন, সদরপুর গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে দেওয়ানা শাহ নিলয় (৪৪), পৌর এলাকার আব্দুল মালিকের ছেলে আহসানুল হক ইমরান ওরফে ইমরান আহমদ (৪০), বারঠাকুরী ইউপির কাশিরচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে মারজান আহমদ (২৫), একই ইউপির কস্তইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক ওরফে মছন (৪৫), মানিকপুর ইউপির মাতারগ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী ওরফে পচাই (৩৫), সুলতানপুর ইউপির কেরাইয়া গ্রামের শ্যামলাল বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস সজীব, বড়বন্দ গ্রামের ফাতির আলীর ছেলে আব্দুল গনি (৩২)।

Manual1 Ad Code

তাছাড়া, সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঢাকার ডেমরা থানার মো. তৈয়ব আলীর ছেলে মো. নবী হোসেন (২০), তুরাগ থানার মো. তোফায়েল আহমদের ছেলে মোঃ সাইফুল ইসলাম তাইজুল (৩০), এবং ময়মনসিংহের মো. নবী হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩২)। পুলিশ জানায়, শনিবার রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি মাইক্রোবাস আটক করে এতে তল্লাসী চালায় পুলিশ। তল্লাসীকালে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় ৯ লক্ষ ৯৯ হাজার টাকা মূল্যের চকলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code