প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ যুবদল নেতার

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ণ
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ যুবদল নেতার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক ছাত্রদল নেতা। সড়কের পাশে থেমে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন, কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের নোয়াব আলীর পুত্র সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মো. শাহিনুর ইসলাম (৩৪) ও একই গ্রামের ফারুক মিয়ার পুত্র যুবদল নেতা হুমায়ুন রশিদ (৩২)। আহত ছাত্রদল নেতা আবিদ হুসাইন মিলন কালারুকা ইউনিয়নের লম্বাহাটি গ্রামের বাসিন্দা। তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Manual3 Ad Code

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতকের মুক্তিরগাঁও নতুন ব্রিজ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারা তিনজন মোটরসাইকেল যোগে বিএনপির একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে বন্ধ অবস্থায় থাকা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান বলেন, ইফতারের সময় দ্রুত গতিতে সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সাথে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code