প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে দুই পুলিশের লাখ লাখ টাকার বাণিজ্য : অবশেষে বদলি

editor
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ণ
সিলেটে দুই পুলিশের লাখ লাখ টাকার বাণিজ্য : অবশেষে বদলি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা পুলিশের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ঘুস দুর্নীতিতে জড়িত দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ স্বাক্ষরিত আদেশে প্রশাসনিক কারণে দুই কর্মকর্তাকে বদলি করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ হেডকোয়ার্টার।

বদলিকৃতরা হলেন- তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী, তদন্ত কেন্দ্রর টুআইসি এএসআই আব্দুল জব্বার। এর মধ্যে কালামকে ধর্মপাশা, জব্বারকে শাল্লা থানায় বদলি করা হয়।

তাহিরপুর থানার ওসিকে ১৮ এপ্রিলের মধ্যে দ্রুত ছাড়পত্র দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

প্রসঙ্গত, সুনামগঞ্জ থেকে প্রত্যাহারকৃত এসপি আ ফ ম আনোয়ার হোসেন খানকে ম্যানেজ করে মাত্র দেড় মাসের মাথায় এএসআই আব্দুল জব্বার তাহিরপুর থানার সীমান্ত চোরাচালানপ্রবণ জাদুকাটা নদীর খনিজ বালি পাথরকেন্দ্রিক থানা এলাকার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে পোস্টিং বাগিয়ে নেন। একই পথে থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে টানা দুই মেয়াদে থাকার পর মোটা অংকের ঘুস দিয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ হিসেবে পোস্টিং বাগিয়ে নেন এএসআই আবুল কালাম চৌধুরী।

পোস্টিং পেতে তাদের তদবিরে সহযোগিতা করেন তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন।

Manual1 Ad Code

এরপর আর কালাম-জব্বার জাদুকাটা নদীর খনিজ বালি পাথর চুরিতে গোপন সহযোগিতা, নদীতে সেইভ ড্রেজার চালানো, নদীর পাড় কাটা, নদীর এপার- ওপার বালি পাথর কোয়ারি, ভারতীয় মাদক, বিড়ি, চিনি, ফুসকা, মসলা, কসমেটিকস, কয়লা চোরাচালানসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের সহযোগিতা করে নিজেরা এমনকি বুলবুল ওরফে ফিটিং বুলবুল নামে পেশাদার এক মাদক ও চোরাকারবারি সোর্সকে দিয়ে দুই হাতে কামাতে থাকেন লাখ লাখ টাকা।

সম্প্রতি গভীর রাতে তদন্ত কেন্দ্রের ব্যারাকে ফিটিং বুলবুল চেয়ার-টেবিলে বসে গুনে গুনে ঘুসের চাঁদাবাজির টাকার বান্ডিল তুলে দেয় তদন্ত কেন্দ্রর টু আইসি এএসআই আব্দুল জব্বারের হাতে। জব্বার তখন খালি গায়ে খাটিয়ায় বসে টাকার বান্ডিল বুঝে নিতে থাকেন। এমন একটি ভিডিও কাণ্ডে জড়িয়ে পড়ে নানা শ্রেণি-পেশার মানুষজনও সুশীল সমাজের কাছে বিতর্কে ফেলেন গোটা পুলিশ বাহিনীকে।

Manual5 Ad Code

বুধবার বদলি ও অভিযোগ প্রসঙ্গে জানতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী, তদন্ত কেন্দ্রর টুআইসি এএসআই আব্দুল জব্বারকে ফোন করা হলে তারা এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

Manual2 Ad Code

বুধবার তাহিরপুর থানার পরিদর্শক আব্দুল কাদের বলেন, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ অফিসারের বদলির বিষয়টি শুনছি। আদেশের কপি এলে তাদের দ্রুত ছাড়পত্র দেওয়া হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code