প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট বিভাগে জামায়াতের প্রার্থী যারা

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ণ
সিলেট বিভাগে জামায়াতের প্রার্থী যারা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে সিলেটসহ সারাদেশে জামায়াতে ইসলামীর প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে এটা প্রাথমিক। চূড়ান্ত তালিকা যথাসময়ে প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির আমীর ডা. সফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন, দেশের প্রায় সবগুলো আসনে জামায়াতের প্রার্থীরা কাজ করছেন। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত।

সিলেটের ১৯টি আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী হিসাবে যাদের নাম প্রাথমিক তালিকায় আছে তারা হলেন, সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে দলটির সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২: (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নানঅধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩: (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪: (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সিলেট-৫: (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ আনোয়ার হোসেন খান ও সিলেট-৬: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন।

মৌলভীবাজারের ৪টি আসনে জামায়াতের প্রাথমিক প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন, মৌলভীবাজার-১: (বড়লেখা ও জুড়ি) আসনে জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২: (কুলাউড়া) আসনে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, মৌলভীবাজার-৩: (রাজনগর ও সদর) আসনে সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪: (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব।

Manual8 Ad Code

প্রাথমিক প্রার্থী তালিকায় হবিগঞ্জের যাদের নাম রয়েছে তারা হলেন, হবিগঞ্জ-১: (বাহুবল-নবীগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান আলী, হবিগঞ্জ-২: (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট জিল্লুর রহমান আযমী, হবিগঞ্জ-৩: (হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪: (চুনারুঘাট-মাধবপুর) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।

Manual6 Ad Code

সুনামগঞ্জের ৫টি আসনে জামায়াতের প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন, সুনামগঞ্জ-১: (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২: (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনিরম, সুনামগঞ্জ-৩: (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সিলেট জজ কোর্টের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪: (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) আসনে সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ শামস উদ্দীন, সুনামগঞ্জ-৫: (ছাতক-দোয়ারাবাজার) আসনে গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code