প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জে মাদক কারবারিদের হামলা, বিজিবির ফাঁকা গুলি

editor
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে মাদক কারবারিদের হামলা, বিজিবির ফাঁকা গুলি

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জে বেপরোয়া মাদক কারবারিদের হামলার শিকার হয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদস্যরা। মাদক কারবারিদের হামলা থেকে বাঁচতে ৪ রাউন্ড ফাকা গুলি ছুঁড়েন বিজিবির সদস্যরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ট্রলির লাইন এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালাইরাগ বিওপির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার।

Manual4 Ad Code

বিজিবি জানায়, কালাইরাগ বিওপির নায়েক সুবেদার আলমগীরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাত আড়াইটার দিকে নিয়মিত টহলে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ১২৫৪-এর ৭এস-এর প্রায় ৯০০ গজ দূরে ট্রলির লাইন এলাকায় একটি মাদকের চালান প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে উক্ত এলাকায় অবস্থান নেয় টহল দল। এসময় একটি মোটরসাইকেলে করে মাদক পাচারের চেষ্টা চালানো হলে বিজিবি সদস্যরা ধাওয়া দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ১৬৭ বোতল মদ ও একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।

Manual7 Ad Code

এর কিছুক্ষণ পর ২০ থেকে ২৫ জন মাদক কারবারি একত্রিত হয়ে টহলরত বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

কালাইরাগ বিওপির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার জানান, ‘মাদক আটক করতে গিয়ে বিজিবি সদস্যরা মাদক কারবারিদের হামলার শিকার হন। পরিস্থিতি মোকাবিলায় বাধ্য হয়ে ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code