প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্র-আন্দোলন: রাশেদ ‘পঙ্গু’, এখনো হাসপাতালে চিকিৎসাধীন

editor
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ণ
ছাত্র-আন্দোলন: রাশেদ ‘পঙ্গু’, এখনো হাসপাতালে চিকিৎসাধীন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম নাদেল, হাবিবুর রহমান ও রঞ্জিত সরকার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস কায়েস চৌধুরীসহ ৯০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মহানগরের তোপখানা সুরমা ভ্যালি ১৩৬-এর বাসিন্দা রাশেদ আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

আদালতের বিচারক আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী রিপন চন্দ্র দাশ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯০ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

আইনজীবী রিপন চন্দ্র দাশ জানান, মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, রঞ্জিত সরকার, হাবিবুর রহমান হাবিব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের এপিএস কায়েছ চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, এয়ারপোর্ট থানার বড়শালা এলাকার আব্দুল হাফিজের পুত্র আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ওরফে পাথর শামীমসহ ৯০ জন। এছাড়া অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শেখ হাসিনার পতরেন দিন (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মহানবগরের সুরমা মার্কেট ও কিন ব্রিজ এলাকায় ১নং আসামি মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বন্দুক, কাটা রাইফেল, ককটেল, রামদা, লাঠি ও লোহার রডসহ অবৈধ অস্ত্র নিয়ে আসামিরা অবস্থান করছিলেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন ভিকটিমসহ অন্যরা। উল্লিখিত স্থানে শোভাযাত্রাটি আসামাত্র গুলিবর্ষণ করতে থাকে আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন সন্ত্রাসীরা। এতে ভিকটিম তথা মামলার বাদী রাশেদ আহমদ পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে অপর আসামিরা তাকে উপর্যুপরি কোপাতে থাকে।

Manual8 Ad Code

গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Manual7 Ad Code

রাশেদ বর্তমানে পঙ্গুত্ববরণ করতে যাচ্ছেন। তিনি এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code