প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করলো বিজিবি

editor
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করলো বিজিবি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার ও আজ বুধবার (২২ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, উৎমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিওপি অভিযান চালায়।

Manual6 Ad Code

অভিযানে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান, আনারসের চারা এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার আটক করে।

Manual3 Ad Code

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৮৯ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা বলে জানায় বিজিবি।

Manual6 Ad Code

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code