প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমানীতে স্বর্ণের বিশাল চালান জব্দ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ণ
ওসমানীতে স্বর্ণের বিশাল চালান জব্দ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বিশাল চালান জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪) নামের দুই যাত্রীকে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন।

Manual2 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এসময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করে।

তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি স্বর্ণের বার ও ৪টি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১৭ কেজি বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code