স্টাফ রিপোর্টার:
এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলার সবক’টি শিক্ষা প্রতিষ্টানই আশানুরুপ ফলাফল অর্জন করেছে। ফলাফল নিয়ে কোথাও অসেন্তাষের খবর পাওয়া যায়নি। এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই অধীর অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা। দুপুর ২টায় সেই অপেক্ষার অবসান হলে উত্তীর্ণ শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।
বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার থেকে অংশগ্রহণ করে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬১৪জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৫৯ জন। পাশের হার ৭৩.৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি। উপজেলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শতভাগ সাফল্য অর্জন করেছে মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়। গত বছরের চেয়ে এবার বেড়েছে জিপিএ ৫ এর সংখ্যা। জিপিএ ৫ পেয়েছে মোট ৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ ৫ এসেছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতেন থেকে। তারা ২৪ টি জিপিএ ৫ অর্জন করে।
এদিকে, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯০ জন শিক্ষার্থী। উত্তীর্ণ ৩৮৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১০ জন। পাশের হার ৬৪.৯১ শতাংশ, যা গত বছরের তুলনায় কম।
একমাত্র ভোকেশনাল কেন্দ্র হিসেবে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫১ জন শিক্ষার্থী, পাশের হার ৭৭.২৭;শতাংশ।
বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, গত বছরের তুলনায় এ বছরে এসএসসি পরীক্ষায় বড়েছেে পাশের হার ও জিপিএ ৫ এর সংখ্যা। শিক্ষার্থীরা আগামীতে আরো ভাল ফলাফল করতে পারবেন বলে আশাবাদ প্রকাশ করছি।
Sharing is caring!