প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে নতুন ইউএনও’র যোগদান

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
বিয়ানীবাজারে নতুন ইউএনও’র যোগদান

Manual6 Ad Code

ছবিতে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে গেলে তাকে অভিনন্দন জানান জেলা প্রশাসক মো: সারওয়ার আলম/

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উম্মে হাবিবা মজুমদার। তিনি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ৩৬ তম ব্যাচের এই কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর বলেন, “বিয়ানীবাজারের উন্নয়নকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা চাই। স্বচ্ছতা, সেবা ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই আমার প্রধান অঙ্গীকার।”

তিনি বলেন, সরকারি দায়িত্ব পালন, জনসেবা এবং নির্বাচনী কর্তব্য সুষ্টুভাবে পালন করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। উপজেলার জনগণের কল্যাণে এবং সরকারের সকল উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সততা ও আন্তরিকতার মাধ্যমে এই উপজেলাকে এগিয়ে নিতে আমি বদ্ধপরিকর।

Manual6 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিয়মিত রদবদলের অংশ হিসেবে তাকে এ পদায়ন করা হয়।

Manual7 Ad Code

এর আগে রবিবার তিনি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে গেলে তাকে অভিনন্দন জানান জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code