প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধর্ষণের বিচার না পেয়ে নিজের প্রাণ নিলো কিশোরী

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ণ
ধর্ষণের বিচার না পেয়ে নিজের প্রাণ নিলো কিশোরী

Manual6 Ad Code

কুমিল্লা সংবাদদাতা:
লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরী প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগের মামলায় প্রধান আসামি রাকিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) সকালে কুমিল্লা জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিব উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম চরকলাকোপা গ্রামের খবির উদ্দিনের ছেলে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত রাকিবের অবস্থান চিহ্নিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।

Manual4 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মার্চ ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিশি বৈঠকের আয়োজন করে। কিন্তু সেখানে কোনো বিচার পাননি ভুক্তভোগী কিশোরী। উল্টো তাকে অপবাদ দেয়া হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কিশোরীকে বাড়িতে রেখে মা বাড়ির পাশের জমিতে ফসল দেখতে যায়। তখন সালিশি বৈঠকে থাকা হেলাল বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে এলাকায় ঘুরানোর হুমকি দেয়। এতে মানসিক চাপে দুপুরে তিনি আত্মহত্যা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় শুক্রবার (৭ মার্চ) ভিকটিমের মা বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাকিবসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্ত অন্যরা হলেন- মো. আজাদ, জামশেদ উদ্দিন ও মো. বাশারসহ ১০ জন। তারা পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিবের সঙ্গে প্রায় ৭ মাস ধরে কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। এতে ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে রাকিব ধর্ষণ করে। ঘটনাটি কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি ভুক্তভোগী পরিবার রাকিবের বাবা-মাকে জানায়। এতে তারা কাউকে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু পরদিন ঘটনাটি জানাজানি হয়ে যায়। এতে মামলায় অভিযুক্তরাসহ একটি সালিশি বৈঠকের আয়োজন করে। বৈঠকে ধর্ষণের ঘটনায় কোনো বিচার করা হয়নি। উল্টো কয়েকজন কিশোরীকে অপবাদ দেয়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code