প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে স্কুলছাত্রীকে হত্যা, যুবক গ্রেপ্তার

editor
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ণ
মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে স্কুলছাত্রীকে হত্যা, যুবক গ্রেপ্তার

Manual8 Ad Code

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেত থেকে জান্নাতি বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, কিশোরীটিকে মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে।

Manual7 Ad Code

গতকাল বুধবার রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

জান্নাতি বেগম চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে। সে স্থানীয় ভোটমারী এসসি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার যুবকের নাম বেলাল হোসেন (২০)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

Manual2 Ad Code

পুলিশ ও জান্নাতির স্বজনেরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে মা জান্নাতির অসুস্থ নানিকে দেখতে যান। এ সময় সে বাড়িতে একা ছিল। সেখান থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের বাড়ির চারদিকে ভুট্টাখেত। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলালসহ চার-পাঁচজনকে ওই ভুট্টাখেত থেকে বেরিয়ে পালিয়ে যেতে দেখে জান্নাতির মায়ের সন্দেহ হয়। পরে ভুট্টাখেতে মেয়ের লাশ পড়ে থাকতে দেখে তিনি থানায় খবর দেন।

কালীগঞ্জ থানার পুলিশ জান্নাতির লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বেলালের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন মেয়েটির বাবা ফজলুল হক। পুলিশ রাতেই অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘জান্নাতির মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ঘাতকেরা। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে নিহতের ভাইয়ের সঙ্গে গ্রেপ্তার যুবকের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে বলে তথ্য পেয়েছি। তাদের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code