প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এক বিয়ের খাবার খেয়ে ফেললো আরেক বিয়ের শতাধিক বরযাত্রী

editor
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ
এক বিয়ের খাবার খেয়ে ফেললো আরেক বিয়ের শতাধিক বরযাত্রী

Manual6 Ad Code

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক বিয়ের শতাধিক বরযাত্রী ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেন। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকার ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং জলসা কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত ১০০ বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। সেখানে সবাই বসে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

 

Manual6 Ad Code

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য নুরুল কবির বলেন, ‘তারা ভুল করে আমাদের আয়োজনে চলে আসে। সবাই একসঙ্গে খাওয়া-ধাওয়া করে। তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে।’

স্থানীয় বাসিন্দা মজিবুল হক বলেন, ‘আমাদের বাড়ির পাশে জলসা ক্লাবে বিএনপির এক নেতার ভাতিজির বিয়ের অনুষ্ঠান হয়েছে। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।’

 

 

Manual5 Ad Code

কামরুল ইসলাম নামে একজন বলেন, ‘আমার গ্রামের বরযাত্রী। ক্লাবের লোকেশন ভুলের কারণে এ ঘটনা। এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code