প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সন্দেহের জেরে অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ণ
সন্দেহের জেরে অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

Manual6 Ad Code

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের হাইমচর উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলি বেগম (২২) স্বামী জহিরুল ইসলামের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) বিকেলে নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়ী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পরপরই ঘাতক স্বামী জহিরুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে জহিরুল তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধানক্ষেতে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এসআই কবির ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও জহিরুলকে আটক করেন।

Manual8 Ad Code

আটকের পর ভিডিও সাক্ষাৎকারে জহিরুল হত্যার দায় স্বীকার করে দাবি করেন, স্ত্রীর গর্ভের সন্তান তার নয়—এমন সন্দেহ এবং স্ত্রীর কথিত অনৈতিক সম্পর্কের অভিযোগ থেকেই তিনি হত্যাকাণ্ডটি ঘটান।

Manual3 Ad Code

খবর পেয়ে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান মনির শিকদার পুলিশকে বিষয়টি জানান। পরে থানায় খবর দিলে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, আমি বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। তবে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

Manual7 Ad Code

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ভিকটিম নারীর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই নারীর স্বামী হত্যাকান্ডে জড়িত। পুলিশ তাকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code