প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ণ
বিজিবির রেদোয়ানুলসহ চারজনের অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পলাতক দুই আসামির পক্ষে ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে।

Manual6 Ad Code

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Manual6 Ad Code

এদিন সকালে কর্নেল রেদোয়ানুল ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুই সেনা কর্মকর্তাকে হাজির করার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়; হাইকোর্টের প্রবেশপথ, ট্রাইব্যুনালের মূল ফটক ও আশপাশে মোতায়েন ছিলেন পুলিশ, র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, আন্দোলনের সময় রামপুরায় বিজিবি কর্মকর্তাদের নেতৃত্বে নিহত হয় ২৮ জন। ঘটনার তদন্ত প্রতিবেদন অনুযায়ী রেদোয়ানুল সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে। চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর ধার্য করা হয়েছে। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জন হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code