প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পানি সংকটে বিলম্ব, ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ণ
পানি সংকটে বিলম্ব, ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রায় ১৬ ঘণ্টা চেষ্টা শেষে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা এমও রাশেদ বিন খালিদ।

Manual7 Ad Code

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। তবে ছড়ানো আগুন সম্পূর্ণ নেভাতে আরও কয়েক ঘণ্টা সময় লাগে।

Manual1 Ad Code

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয় পানি সংকটের কারণে। সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পাশের বৌবাজার সংলগ্ন নালায় সেচপাম্প বসিয়ে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।

Manual3 Ad Code

আগুনে কতগুলো ঘর-পুঁজি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code