প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ

editor
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ণ
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আজ আধাবেলা সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ থাকবে এবং বসবে না চেম্বার আদালতও। সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে, রোববার রাত পৌনে ১১টার দিকে এএফএম মেজবাহ উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে এক বার্তায় জানিয়েছে সুপ্রিম কোর্ট বার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জানা যায়, আজ বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাযা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

১৯৭৭ সালের ৩ অক্টোবর সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। দুই বছর দায়িত্ব পালনের পর তাকে আর স্থায়ী বিচারপতি করা হয়নি। এরপর তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এ আইনজীবী।

Manual5 Ad Code

তার মেয়ে অ্যাভোকেট সীমন্তী আহমেদ জানান, বনানী গোরস্থানে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনকে দাফন করা হবে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code