প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়ি ভাঙচুর

editor
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ
তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়ি ভাঙচুর

Manual5 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে তার সমর্থকদের দ্বারা হামলা শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।

Manual1 Ad Code

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করেছে। এ ঘটনায় তাহেরীর ছয়জন সমর্থককে আটক করেছে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আখাউড়া থানায় তাহেরীর বিরুদ্ধে মামলা হয়েছে। নাজিরাবাড়ি এলাকায় তাহেরীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে পালিয়ে যান। এ সময় তাহেরীর সমর্থকরা গ্রেপ্তার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।

Manual2 Ad Code

এর আগে, গত শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরীর সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়। এছাড়া মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ উঠে। ওই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code