প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহীর সেই যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে ভাঙচুর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ণ
রাজশাহীর সেই যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে ভাঙচুর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের প্রচারপত্র বিলির জেরে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে গত সোমবার পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের লিফলেট বিতরণের ছবি আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়।

Manual7 Ad Code

এরপর গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি কালভার্টের ওপর তার স্বামী অহিদুর রহমানকে (৪৫) মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়। অহিদুর রহমান আওয়ামী লীগের কোনো পদে নেই।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পুঠিয়া যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’। উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমীন তার ফেসবুকের এক পোস্টে এই সাঁড়াশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। পরে মঙ্গলবার বিকেলে এক দল লোক এসে মৌসুমীর বাড়ি ভাঙচুর করে।

মৌসুমী রহমানের বাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার বলেন, তারা ২০০ থেকে ২৫০টি মোটরসাইকেল নিয়ে অভিযানে গিয়েছিলেন, কিন্তু মোটরসাইকেল থেকে নামেননি। এমনকি মৌসুমী রহমানের বাড়িও চিনেন না বলে জানান।

Manual8 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। দলের পদ না থাকলেও তিনি একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী। মৌসুমী রহমানের বাড়ি ভাঙচুরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পুলিশকে কেউ অভিযোগ করেনি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code