প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ণ
একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাভারের আশুলিয়া থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে এটা আত্মহত্যা নাকি খুন তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই উপজেলার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনেই পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকার আফাজ উদ্দিনের বহুতল ভবনের পঞ্চমতলা থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের আগে দুজন একই রশিতে ঝুলছিল। তাদের পরিবারের সঙ্গে এখনও যোগযোগ করা যায়নি।

Manual5 Ad Code

বাড়ির মালিক আফাজ উদ্দিন বলেন, ‘শাওন ও হাফিজা পাঁচ মাস আগে বাসা ভাড়া নেয়। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল না। কিন্তু কী কারণে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাদের ঋণ ছিল কি না তাও জানা যায়নি।’

Manual5 Ad Code

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘এটা আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে তাদের কোনো আত্মীয়স্বজন নেই। যে কারণে তাদের ব্যাপারে কোনো তথ্য মেলেনি। তারা দুজনই ওই বাসায় ভাড়া থাকতেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।’

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code