প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সীমান্ত দিয়ে মাদক আনতো তারা

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ণ
সীমান্ত দিয়ে মাদক আনতো তারা

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব—৯ সিপিসি—৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ ওই ৩ মাদক কারবারিকে আটক করে। রোববার দুপুরে র্যাব—৯ এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual1 Ad Code

আটককৃত মাদক কারবারিরা হল— মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর পুত্র সিফাত আলী (৪২), একই উপজেলার সুলতানপুর গ্রামের মিয়াব আলীর পুত্র আনোয়ার মিয়া (৩২) ও মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৫)।

র্যাব জানায়— আটককৃত ৩ মাদক কারবারি দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তারা সীমান্ত দিয়ে মাদক এনে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করত। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ৫৯ কেজি গাজাসহ হাতেনাতে আটক করেছে। আটকের পর তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code