প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নতুন কমিটি পেল হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা

editor
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ণ
নতুন কমিটি পেল হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
হবিগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি সই করা এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

Manual6 Ad Code

পদাধিকার বলে কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা প্রশাসককে। সদস্য করা হয়েছে সাবেক ক্রিকেটার ও সংগঠক মাহবুবুল বারী চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ মুশফিক আহমেদ, সাবেক ক্রিকেটার ও সংগঠক সাইফুল ইসলাম জসিম, সাবেক ফুটবলার ও সংগঠক মো. জয়নাল আবেদীন, কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক বেগম রাবেয়া সুলতানা মিম, ছাত্র প্রতিনিধি নাহিদ উদ্দিন তারেক ও ক্রীড়া সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকনকে।

Manual2 Ad Code

পদাধিকার বলে সদস্য সচিব করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালককে (জেলা ক্রীড়া কর্মকর্তার পদ শূন্য বিধায়)।

Manual5 Ad Code

পত্রে উল্লেখ করা হয়, ২০১৮-এর ধারা ২ (১৫) এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসারে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ধারা ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।

Manual2 Ad Code

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও আত্মগোপনে চলে যান। পরে এ কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর থেকে অ্যাডহক কমিটি গঠন নিয়ে চলছিল আলোচনা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code