প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে বিজিবির অভিযানে জব্দ কোটি টাকার পণ্য

editor
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
হবিগঞ্জে বিজিবির অভিযানে জব্দ কোটি টাকার পণ্য

Manual8 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে ৫টি পৃথক অভিযানে কোটি টাকার মালামাল ও যানবাহন জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাইসাইকেল, ট্রাক এবং কাভার্ড ভ্যান।
সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ দিন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক ৫টি অভিযান পরিচালিত হয়।

Manual8 Ad Code

মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে একটি অভিযানে সিলেট থেকে আসা একটি ট্রাক আটক করে বিজিবি। ট্রাকটি তল্লাশী চালানোর পর প্রায় সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস উদ্ধার করা হয়, তবে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

Manual8 Ad Code

অপর এক অভিযানে, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকায় একটি কাভার্ড ভ্যানসহ ভারতীয় বিভিন্ন রংয়ের উন্নতমানের জর্জেট থান কাপড় জব্দ করা হয়।

এছাড়া, গুটিবাড়ী এবং চিমটিবিল সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযানে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু, ৪০ কেজি গাঁজা, ১০০ কেজি বাংলাদেশী রাবার এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।

Manual5 Ad Code

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, এই অভিযানে এক কোটি চৌদ্দ লাখ পাঁচ হাজার পাঁচশত টাকার মালামাল উদ্ধার হয়েছে। আটককৃত মালামালগুলো আইনানুগভাবে চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code