প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে পুকুরে মিললো ইসমতের লাশ

editor
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ
হবিগঞ্জে পুকুরে মিললো ইসমতের লাশ

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে গৃহবধূ ইসমত আরার (৩৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। তিনি ওই গ্রামের মর্তুজ আলীর স্ত্রী। সোমবার (১৬ জুন) সকাল ১১টায় চুনারুঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালামসহ একটি দল পুকুর থেকে গৃহবধূ ইসমত আরার লাশ উদ্ধার করেন।

Manual8 Ad Code

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মর্তুজ আলীর স্ত্রী ইসমত আরা সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোন এক সময় কাপড় চোপড় নিয়ে বাড়ির পুকুরে যান। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুর পাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস ও থানায় খবর দেন।

Manual3 Ad Code

ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। তবে কি কারণে তার মৃত্যু হল ঘটনাটি এখনও রহস্যজনক।

Manual8 Ad Code

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর আলম বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code