প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার : দেবর পলাতক

editor
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার : দেবর পলাতক

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরতলীর পইল উত্তরপাড়া এলাকা থেকে আমল চান (৩৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আমল চান ওই এলাকার সবজি ব্যবসায়ী সিতু মিয়ার স্ত্রী।

Manual2 Ad Code

জানা যায়, রবিবার বিকেলে আমল চানের দুই ছেলে পইল নতুন বাজারে তাদের বাবার কাছে যায় ঘরের বাজার আনতে। এরপর বিকেল ৬টার দিকে বাড়িতে ফিরে তারা ঘরের ভেতর খাটের ওপর তাদের মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি স্থানীয়দের অবগত করলে পুলিশকে খবর দেয়া হয়।

স্থানীয়দের ধারণা, নিহতের স্বামী সিতু মিয়া ও তার ভাই কদর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝাগড়া হয়েছে। ধারণা করা হচ্ছে এরই জেরধরে হত্যাকান্ডটি সংগঠতি হয়ে থাকতে পারে।

Manual6 Ad Code

ঘটনার পর থেকে তার দেবর কদর আলী পলাতক রয়েছেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে সদর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ওই নারীর ছোট দেবর কদর আলী তাকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code