প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জ সীমান্তে পিতলের মূর্তিসহ আটক ২

editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সীমান্তে পিতলের মূর্তিসহ আটক ২

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পিতলের মূর্তি, একটি মোবাইল ফোন এবং নগদ অর্থসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ জুলাই) মেইন পিলার ১৯৯৬/২০-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual7 Ad Code

অভিযানটি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়।

Manual6 Ad Code

আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার আলীুবাহার চা বাগানের বাসিন্দা মৃত বাবুল গোম্বামীর পুত্র সজল গোস্বামী (২২) ও একই এলাকার বিদ্যা নায়েক এর পুত্র তুরজয় নায়েক (২০)। তাদের কাছ থেকে দুটি ভারতীয় পিতলের মূর্তি, একটি মোবাইল ফোন এবং নগদ একুশ হাজার তিনশত নব্বই টাকা জব্দ করা হয়।

Manual7 Ad Code

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code