প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অটোরিকশাতে করে যা বিক্রি করতেন জমির ও শামীম

editor
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
অটোরিকশাতে করে যা বিক্রি করতেন জমির ও শামীম

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের রুস্তমপুর টোল প্লাজা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকা থেকে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ডোলনা ১নং গাজীপুর ইউনিয়নের আয়ুব আলীর ছেলে মোঃ জমির হোসেন (৩৫) ও একই থানার ০নং মিরাশি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহদিরকোনা এলাকার মোঃ আবু তাহের মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া (২৪)।

Manual5 Ad Code

র‌্যাব-৯ জানায়, বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাদক উদ্ধার অভিযান ডিউটি চলাকালীন সময়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দেবপাড়া ইউনিয়নস্থ ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার ১নং টোল বক্সের পাশে পাকা রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পলায়নের চেষ্টা করেন। এ সময় র‌্যাব ধাওয়া করে দুইজন ব্যক্তিকে আটক করে এবং অন্য একজন পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের হেফাজতে সিএনজি চালিত অটোরিকশার পেছনে ইঞ্জিনের ডালার ভেতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে বলে জানায়। পরবর্তীতে সিএনজি চালিত অটোরিকশার পেছনে তল্লাশী চালিয়ে ইঞ্জিনের ডালার ভেতরে থাকা আকাশী রঙের পলিথিনে মোড়ানো খাকি রঙের কচটেপ দ্বারা পেচানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code