প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে রেলওয়ে পুলিশের ৪ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে মামলা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জে রেলওয়ে পুলিশের ৪ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
রেলস্টেশনে যাত্রীকে হয়রানীর অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগসহ ৪ পুলিশ সদস্য এবং আরও ৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত বিচার আদালতের বিচারক মো. কামরুল হাসান মামলাটি এফআইআর গন্যে রুজু করতে শায়েস্তাগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মশিউর রহমান জুয়েল। তিনি হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার হিসাবে কর্মরত।

মামলার অন্যান্য আসামীরা হলেন- শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনী এলাকার পলাশ মিয়া।

মামলার বিবরণে জানা যায়, মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গত ১৯ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে যান। ওইদিন রাত ১টার দিকে উপবন ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয়। এ সময় মশিউর রহমান জুয়েল শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের ২নম্বর ফ্ল্যাট ফর্মে পায়চারী করাকালে কয়েকজন লোক তাকে হেনস্থা করে।

Manual5 Ad Code

তার কাছ থেকে মানি ব্যাগ ও মোবাইল কেড়ে নেয়। শোর চিৎকার করলে মশিউর রহমান জুয়েলকে রেলওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে গিয়ে পুলিশ সদস্যরাও তাকে মারপিট করে। তাকে গাজা ও ইয়াবা দিয়ে ফাসানোর চেষ্টা করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code