প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সীমান্তে এবার আটক মা-ছেলে

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ
সীমান্তে এবার আটক মা-ছেলে

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ৫৫ বিজিবির বাল্লা সীমান্ত ফাঁড়ি থেকে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে প্রেরণ করা হয় আদালতে।

Manual4 Ad Code

আটকরা হল- সিলেট জেলা সদরের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)।

Manual6 Ad Code

৫৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন তিন আদম বেপারীকে টাকা দিয়ে তাদের সহযোগিতায় ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লার কলাবাগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

তবে এ সময় আদম ব্যাপারী পালিয়ে যায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- এ ঘটনায় আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

চুনারুঘাট থানার (ওসি) মো. নজরুল ইসলাম বলেন- আটককৃত মা ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় মানবপাচারকারী যাদের নাম এসেছে তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code