প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্র আন্দোলনে ৯ হ ত্যা মামলায় কারাগারে হবিগঞ্জের সাবেক এমপি মজিদ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ণ
ছাত্র আন্দোলনে ৯ হ ত্যা মামলায় কারাগারে হবিগঞ্জের সাবেক এমপি মজিদ

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলায় কারাগারে গেলেন হবিগঞ্জ-২ আসন (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল আলীমের আদালতে তাকে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

Manual1 Ad Code

হবিগঞ্জ কোর্টের এডভোকেট এমএ মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান- গত ৫ আগস্ট জেলার বানিয়াচংয়ে ৯ জনকে হত্যা মামলার বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক এমপিকে আদালতে তোলায় হয়। উল্লিখিত আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। তবে রিমাণ্ডে নেয়ার কোন আবেদন হয়নি। নাইন মার্ডারের ঘটনায় দায়ের করা মামলায় তিনি ২ নাম্বার আসামী।

Manual2 Ad Code

এদিকে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান- সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশ উত্তরা থেকে আব্দুল মজিদ খানকে গ্রেফতার করে। রাতেই বানিয়াচং থানার পুলিশের একটি টিম তাকে হবিগঞ্জ নিয়ে আসে। পরে মঙ্গলবার সদর থানা পুলিশের সহায়তায় তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করা হয়। আব্দুল মজিদ খানের বিরুদ্ধে নাইন মার্ডার মামলা ছাড়াও হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলাসহ আরো একাধিক মামলা রয়েছে।

এডভোকেট মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বানিয়াচং আজমিরীগঞ্জ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামীলীগের প্রার্থীর কাছে হেরে যান।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code