প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে সাবেক এসপিসহ ৭৫ জনের নামে বিএনপি নেতার মামলা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ণ
সিলেটে সাবেক এসপিসহ ৭৫ জনের নামে বিএনপি নেতার মামলা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের নামে মামলা হয়েছে। এসপি বাদেও মামলায় আসামি করা হয়েছে আরও ১৮ পুলিশ সদস্যকেও। হবিগঞ্জ সদর মডেল থানায় সোমবার মামলাটি করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. আলমগীর কবীর।

Manual6 Ad Code

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হলেই পুলিশ মারমুখী হয়ে উঠে। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এ সময় তারা গুলিবর্ষণ করতে থাকলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

Manual6 Ad Code

একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাড়িতে আক্রমণ চালায়। তারা বাড়িটির একটি কক্ষের জানালা ভেঙে সেখানে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়ালকে গুলি করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি করেছেন।

এস এম আওয়াল গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির কর্মসূচিতে হঠাৎ পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আক্রমণ করলে আমি জি কে গউছের বাসায় আশ্রয় নেই। ওই সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জানালা ভেঙে আমার ওপর গুলি ছুঁড়ে। আমার দুই চোখে গুলি লাগে। এখনো আমার শরীরের বিভিন্ন অংশে তিনশ এর ওপরে গুলি রয়ে গেছে। আমার ডান চোখ নষ্ট হয়ে গেছে। ’

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code