প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরাইলি নারী

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ণ
ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরাইলি নারী

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত ভ্রমণে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ২৭ বছর বয়সি এক ইসরাইলি নারী পর্যটক। শুধু তাই নয়, তার সঙ্গে থাকা ২৯ বছর বয়সি স্থানীয় নারী ট্যুর গাইডও ধর্ষিত হন। এছাড়া ধর্ষণকারীদের হাতে নিহত হন তাদের সঙ্গে থাকা আরেক স্থানীয় পর্যটক। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে দেশটির কর্ণাটকের হাম্পির সানাপুর হ্রদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৮ মার্চ) কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি বলেন, দুই নারী এবং তিন পুরুষ হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে দুজন বিদেশি – একজন আমেরিকান, অন্য একজন ইসরাইলের। আরেকজন নারী ছিলেন ট্যুর গাইড। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই স্থানীয় বাসিন্দা – মল্লেশ এবং সাই চেতনকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

কর্মকর্তাদের মতে, মোটরবাইকে করে আসা একদল আক্রমণকারী প্রথমে পর্যটকদের কাছে এসে পেট্রোল কেনার ১০০ টাকা দাবি করে। ভুক্তভোগীরা দিতে অস্বীকার করলে ওই লোকগুলো হিংস্র হয়ে ওঠে এবং মারধর শুরু করে। এ সময় তারা পর্যটকদের সঙ্গে থাকা তিন পুরুষকে হ্রদে ফেলে দেয়। এরপর দুই নারীকে ধর্ষণ করে।

Manual8 Ad Code

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হ্রদে ফেলে দিলে সেখান থেকে দুই পুরুষ পর্যটক – মার্কিন যুক্তরাষ্ট্রের ও মহারাষ্ট্রের একজন পালিয়ে যেতে সক্ষম হন। তৃতীয় জন ওড়িশার লোকটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Manual6 Ad Code

মামলা সূত্রে জানা যায়, স্কুটার নিয়ে সানাপুর হ্রদের কাছে দুর্গাম্মা গুড়ি মন্দিরের কাছে তুঙ্গভদ্রা হ্রদের বাম তীরে গিয়েছিলেন পাঁচ পর্যটক। রাত সাড়ে ১০টার দিকে তারা খালের ধারে বিশ্রাম নিচ্ছিল, গিটার বাজছিল এবং পরিবেশ উপভোগ করছিল। ঠিক তখনই মোটরসাইকেলে করে একদল এসে তাদের ওপর হামলা চালায়। দুই নারীকে ধর্ষণের পর তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়।

Manual7 Ad Code

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পুলিশকে দ্রুত অপরাধীদের সনাক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি এক এক্স পোস্টে লিখেছেন, কোপ্পাল জেলার গঙ্গাবতী তালুকের সানাপুরে ইসরাইলি নাগরিক ও স্থানীয় নারীর ওপর হামলা ও ধর্ষণের ঘটনা অত্যন্ত জঘন্য। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্ট পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং দ্রুত অপরাধীদের সনাক্ত করার নির্দেশ দিয়েছি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code